চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে যাত্রীবাহী একটি মিনিবাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সোনাই বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চন্দনাইশ পৌরসভার কারেজি পাড়া এলাকার ফাতেমা বেগম (৭৫), তাঁর পুত্রবধূ শামিমা আকতার (৪২) এবং ময়মনসিংহ সদর এলাকার মো. শরিফুল ইসলাম (২৬)। ফাতেমা ও শামিমা চিকিৎসকের কাছে যাওয়ার পর অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। শরিফুল ইসলাম একটি ওষুধ কোম্পানির কর্মী ছিলেন এবং দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দায়িত্ব শেষে বিজিসি ট্রাস্ট হাসপাতালে যাচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঈগল পরিবহনের মিনিবাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ছিল। আরেকটি যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলার সময় বাসটি দুটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একটি অটোরিকশার দুজন এবং অপরটির একজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মহিউদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত তিনটি যানবাহনই পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।












