আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও অডিওতে এখনো প্রতিশোধমূলক মনোভাব পরিলক্ষিত হয়। তিনি দাবি করেন, জুলাই হত্যাযজ্ঞের মতো ভয়াবহ ঘটনা ঘটলেও প্রধানমন্ত্রীর মধ্যে অনুশোচনার কোনো প্রকাশ নেই।
আজ মঙ্গলবার একটি তথ্য প্রদর্শনী ও আলোচনাসভায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, “যুদ্ধক্ষেত্রেও একজন আহত হলে তাকে চিকিৎসা না দেওয়া অপরাধ হিসেবে গণ্য হয়। অথচ ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও হয়তো এতটা নিষ্ঠুরতা দেখায়নি, যতটা আমরা এখন দেখতে পাচ্ছি। লাশ পুড়িয়ে ফেলার মতো নির্মমতার উদাহরণ তখনও দেখা যায়নি।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিষ্ঠা ও সততার প্রশংসা করে আসিফ বলেন, “তাজুল এমন একজন ব্যক্তি, যাকে কোটি টাকা দিয়েও কেনা যাবে না। তিনি গভীর রাত পর্যন্ত কাজ করেন, প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে জানাতে ছুটে আসেন।”
তিনি আরও বলেন, “আমাদের মাঝে দুর্বলতা বা ব্যর্থতা থাকতে পারে, কিন্তু চেষ্টার কোনো ঘাটতি নেই। সাধারণ মানুষের মতো আমাদের মনও বিচলিত হয়।”
বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে আইন উপদেষ্টা বলেন, “এই প্রক্রিয়ায় বিচার একদিন অবশ্যই সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা এমন একটি ভিত্তি তৈরি করবো, যেটা ভবিষ্যতের কোনো সরকারও সহজে পরিবর্তন করতে পারবে না।”