বিপিএম ও পিপিএম পদক পাওয়া ৪০০ পুলিশ সদস্যকে পদক পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার(২৭ ফেব্রুযারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে এই পদক দেওয়া হয়।
এরও আগে প্রধানমন্ত্রী রাজারবাগে প্যারেড পরিদর্শন করেন।
পুলিশ বাহিনী মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করবে এটাই সব সময় কাম্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, “প্রাকৃতিক দুর্যোগ, করোনায় সব সময় পুলিশ বাহিনী বিশেষ ভূমিকা রেখেছে। কোভিডের কারণে কেউ মারা গেছেন, আত্মীয়স্বজন লাশ ফেলে চলে গেছেন কিন্তু পুলিশ বাহিনী তাদের পাশে দাঁড়িয়েছে, কাফন-দাফন, সৎকারের ব্যবস্থা করেছে। ফোন করলে রাতে খাবার পৌঁছে দিয়েছে। পুলিশ সব সময় মানুষের পাশে থেকে সেবা করে থাকে। এমনকি ৯৯৯-এ কল করলে পুলিশ মানুষকে সহায়তা করে। আমরা সবসময় চেয়েছি পুলিশ বাহিনীকে সেভাবে গড়ে তুলতে।”
শেখ হাসিনা বলেন, “২৮ অক্টোবর পুলিশ সদস্য আমিনুল ইসলামকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, রাজারবাগে ঢুকে হামলা, হাসপাতালে আক্রমণ করা, অ্যাম্বুলেন্স পোড়ানো হয়েছে। জামায়াত-বিএনপি সন্ত্রাসী এ ধরনের কার্যক্রম করেছে। পুলিশ ধৈর্যের সঙ্গে এগুলো মোকাবেলা করেছে।”
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।